Monday, December 21, 2009

For my boka...

To Be or Not to Be ??

সকালবেলা সারা গায়ে শীত
মুখোমুখি ছড়িয়ে বিপরীত|
সকালবেলা চায়ের কাপে ধোঁয়া
ঠোঁট না ছুঁয়েও মন বাড়িয়ে ছোঁয়া|
সকালবেলা ঘুমধোয়া চোখ আলো
ঠোঁটের কোণে রাত-সুখ ঝলকালো!
সবুজ ঘাস শিশির কাঁথা গায়ে
হাত ধরে ছুট নীল পাহাড়ের পায়ে|
জড়িয়ে ধরুক ভৈরবী সুর গান
শীতল হাওয়ায় ভালোবাসার ঘ্রাণ|
স্বপ্নে দেখা সকাল রইলো বুকে
ডাক পাঠালাম স্বপ্ন দেখতে তাকে||

An Ode to My Father

এখন তোমার উঠোন জোড়া রোদ
রাতবালিশে স্মৃতি, বিষাদবোধ।
জানলা খোলা, নতুন পাখির গান
ঘরের কোণে বাসি দিনের ঘ্রাণ।
ভোরেরবেলা রাখা চাযের কাপ
গত দিনের ক্লান্ত অভিশাপ।
ঘরের ভিতর আঁধার মাখে ঝুল
সামনে আলো, গত বেবাক ভুল।