Monday, December 21, 2009

To Be or Not to Be ??

সকালবেলা সারা গায়ে শীত
মুখোমুখি ছড়িয়ে বিপরীত|
সকালবেলা চায়ের কাপে ধোঁয়া
ঠোঁট না ছুঁয়েও মন বাড়িয়ে ছোঁয়া|
সকালবেলা ঘুমধোয়া চোখ আলো
ঠোঁটের কোণে রাত-সুখ ঝলকালো!
সবুজ ঘাস শিশির কাঁথা গায়ে
হাত ধরে ছুট নীল পাহাড়ের পায়ে|
জড়িয়ে ধরুক ভৈরবী সুর গান
শীতল হাওয়ায় ভালোবাসার ঘ্রাণ|
স্বপ্নে দেখা সকাল রইলো বুকে
ডাক পাঠালাম স্বপ্ন দেখতে তাকে||

No comments:

Post a Comment